ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে কিস্তি টাকার জন্য শিক্ষকের উপর আ.তর্কি.ত হা.মলা

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কিস্তি টাকার জন্য শিক্ষকের উপর আতর্কিত হামলা।

বরিশালের আগৈলঝাড়ায় কিস্তির টাকার জন্য শিক্ষকের ওপর হামলার ঘটনায় এনজিও কর্মকর্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। শিক্ষক শংকর কুমার পাল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সদর বাজারে (কালীখোলায়) সমবায় অধিদপ্তর থেকে রেজিস্টেশন নিয়ে ‘আপন আলো সমবায় সমিতি’ নামে একটি এনজিও পরিচালনা করে আসছেন পূর্ব সুজনকাঠী গ্রামের শামীম আহাম্মেদ ও কাঠিরা গ্রামের সুকান্ত হালদার। ওই সমিতি থেকে এক বছর আগে ১ লাখ টাকা লোন নেন একই উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জীবন কৃজ্ঞ পালের ছেলে ও কাঠিরা আর্দশ বিদ্যানিকেতনের ইংরেজি বিভাগের শিক্ষক শংকর কুমার পাল।শিক্ষক শংকর পাল বিভিন্ন সময় কিস্তির মাধ্যমে প্রায় ৫৪ হাজার টাকা পরিশোধ করেন। পরে তার স্ত্রীর অসুস্থতার কারনে সঠিক সময়ে কিস্তি দিতে দেরি হয়।এ কারণে গত ২৯ জানুয়ারি এনজিও কর্মকর্তা শামীম আহাম্মেদ ও সুকান্ত হালদার শিক্ষক শংকর কুমার পালের কর্মস্থল কাঠিরা আদর্শ বিদ্যানিকেতনে গিয়ে বিদ্যালয় চত্ত্বরের পশ্চিম পাশে জনসম্মুখে তার ওপর হামলা ও অকথ্য ভাষায় গালমন্দ করে।পরদিন ৩০ জানুয়ারি শিক্ষক শংকর কুমার পাল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।শামীম আহাম্মেদ বলেন, শিক্ষকের উপর হামলা করা হয়নি। তার সঙ্গে টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। তার কাছে এনজিওর এক লাখ পাওনা রয়েছে।আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, অভিযুক্তদের গ্রেফতারের জন্য ওই সমিতির কার্যালয়ে এসআই বাশারসহ দুজনকে পাঠানো হয়েছিল। তারা সমিতির কার্যালয়ে তালা দিয়ে পলাতক রয়েছেন।