ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাতিরঝিল লা*শের ঝিলে পরিণত, শতাধিক লা*শ উদ্ধা*র 

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: হাতিরঝিল লা*শের ঝিলে পরিণত, শতাধিক লা*শ উদ্ধা*র

ঢাকার হাতিরঝিল, যা একসময় মনোরম দৃশ্য ও দৃষ্টিনন্দন লেকের জন্য পরিচিত ছিল, বর্তমানে অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হয়ে উঠেছে। এখানে প্রতিদিন বেড়ে চলেছে অপরাধ, যেমন ছিনতাই, ইভটিজিং, খুন, অপহরণ এবং নানা রহস্যজনক ঘটনা। মাঝে মাঝেই লেকে ভেসে উঠছে মৃতদেহ, যা নিশ্চিত করছে যে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা এখন বেশ দুর্বল।

২০১৩ সালে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত হাতিরঝিল থেকে ১০০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আত্মহত্যা করেছেন ৩৬ জন, আর ২০ জনের বেশি হত্যার শিকার হয়েছেন। অন্যদিকে, ফাঁকা রাস্তা এবং দ্রুত গতির যানবাহনে এখানকার সড়ক দুর্ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে। এর মধ্যে বিশেষ করে দুই সাংবাদিকের মৃত্যুর ঘটনা রহস্যময়

২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত হাতিরঝিল থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। গত ৭ মাসে এখানে ১৯টি খুন, ৪টি ধর্ষণ, ১৬টি আত্মহত্যা ও ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অনেক ভুক্তভোগী লোকলজ্জা ও পুলিশের ঝামেলা এড়াতে থানায় অভিযোগ জানাননি, ফলে আরো অনেক ঘটনা রয়ে গেছে অজানা।

সম্প্রতি, ১৬ জানুয়ারি, অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ হাতিরঝিল থেকে উদ্ধার হয়। তার আগের দিন, অপহরণের পর তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। ২৮ জানুয়ারি, চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে অপহরণ করতে গিয়ে হাতিরঝিলের কাছেই তাকে ফেলে যায় অপরাধীরা।

স্থানীয়রা জানিয়েছেন, হাতিরঝিল নির্মাণের পর থেকে সেনাবাহিনী এখানে রক্ষণাবেক্ষণ করলেও, রাজউক দায়িত্ব নেওয়ার পর থেকে অপরাধ বৃদ্ধি পায়। রাতে এলাকাটি ছিনতাইকারী, মাদকসেবী, এবং অপরাধীদের দখলে চলে যায়। এছাড়া, সিসি ক্যামেরা ও টহলদারি ঠিকমতো কাজ করছে না, ফলে অপরাধীরা সুযোগ নিচ্ছে।

পুলিশের দাবি, হাতিরঝিল থানা এলাকায় অপরাধের পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন এবং তাদের নজরদারি অনেকটা অপরাধ নিয়ন্ত্রণে রেখেছে। সূত্র: দৈনিক আমাদের সময়