
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে র্যালি।
৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেছে বরিশাল মহানগর ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর জিলাস্কুল মোড় থেকে শুরু হওয়া র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনহলের সামনে গিয়ে জজড়ো হয়।
র্যালির নেতৃত্বে ছিলেন সংগঠনের মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির সকল জুলুম নির্যাতনের মোকাবেলায় সংগ্রাম করে টিকে ছিল। শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের সকল আন্দোলনে ছাত্রশিবির সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগকে হুশিয়ার করে বলেন, তারা যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে। এ সময় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি
এ. টি. এম. আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করা হয়।
মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাঈম এর সঞ্চালনায় র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর এর সাবেক সভাপতি সগীর বিন সাঈদ, কাজী সাইফুল ইসলাম, বরিশাল মহানগর এর দপ্তর সম্পাদক ইকরামুর রহমান। এদিকে দীর্ঘ ১৫ বছর পর বরিশাল বিএম কলেজ ছাত্রশিবিরের মুক্তমঞ্চ এর উদ্যোগে গণ কুরআন মাজিদ বিতরণ কর্মসূচী পালিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রজমোহন (বিএম) কলেজ শাখা আয়োজন করে গণ কুরআন বিতরণ কর্মসূচী। এ আয়োজনে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে কলেজ ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষার্থীদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা জাগ্রত করার উদ্দেশ্যে এ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ ড. তাজুল ইসলাম। তিনি বলেন, “পৃথিবীর শ্রেষ্ঠ ও পবিত্র গ্রন্থ নিয়ে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। কুরআন এসেছে আঁধারে আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য। শিক্ষার্থীদের অর্থসহ কুরআন অধ্যয়নের মাধ্যমে আল্লাহর বাণী উপলব্ধি করতে হবে, তবেই আলোকিত জীবনে ধাবিত হওয়া সম্ভব।”
আয়োজনের অন্যতম মেহমান ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মের সঙ্গে কুরআনের সম্পর্ক গভীর হওয়া জরুরি।
পাশাপাশি ব্রজমোহন কলেজ শাখার ছাত্রশিবির সভাপতি সাহেদ খান বলেন, আলোকিত ছাত্রসমাজ বিনির্মাণে ছাত্রশিবির দেশের প্রতিটি প্রান্তে কাজ করছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান নূর মোহাম্মদ, মৃত্তিকা বিজ্ঞানের চেয়ারম্যান মাহমুদুল হাসান শাহীন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদ খান শাহীন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক। ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আেমিনুল ইসলাম,বিএম কলেজের সাবেক সভাপতি মহব্বতুল্লাহ মাহেদ, বি এম কলেজের সাবেক সভাপতি রাশেদুল হাসান,মহানগর অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম ইয়ামিন, মাদ্রাসা সম্পাদক মুহিবুল্লাহ আরাফাত ও বিএম কলেজ শাখার সেক্রেটারি নাহিদ হাসান