
নিজস্ব প্রতিবেদক :: গৌরনদীতে আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। খেলার উদ্ধোধন করেন স্কুলের প্রতিষ্টাতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
বুধবার বিকেলে স্বুল মাঠে অধ্যক্ষ মাকসুদা হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন ইতালী প্রবাসী মো. বদরুল আরম বাদল, বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, রেকটর প্রানতোষ কুমার দাস, পরিচালক নিলুফা ইয়াসমিন, ইঞ্জিনিয়ার মাহামুদুল ইসলাম সহ অন্যান্যরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।