
স্টাফ রিপোর্টার :: একতলা লঞ্চঘাটের প্রবেশ মুখের উত্তর পাশে মেইন রাস্তার পাশে ফুটপাতে ভাসমান দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং যে কোন সময় দুর্ঘটনার ঘটতে হতে পারে এমন অভিযোগ এনে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) বরাবর আবেদন করেছেন স্থানীয় একাধিক বাসিন্দা। বিসিসি কর্তৃপক্ষ উচ্ছেদ শাখায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (১১ মার্চ) রোড ইন্সপেক্টর মো. সালাউদ্দিন সরেজমিনে গিয়ে ফুটপাতে থাকা ভাসমান দোকান সরিয়ে নিতে বলেন। এ সময় কিছু ব্যক্তি এসে নানা প্রশ্ন তুলেছে বলে জানান ইন্সপেক্টর মো. সালাউদ্দিন।
সরেজমিনে দেখা যায়, এক তলা লঞ্চঘাটের প্রবেশ মুখের ফুটপাতের উপর মো. রুবেল মল্লিক নামের এক যুবক হঠাৎ ইফতারি সহ নানা পণ্যের দোকান বসিয়ে বিক্রি করছে। যে কারণে পথচারীদের পথ চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। যা সরেজমিনে যেকেউ পরিদর্শন করলেই এর প্রমাণ মিলবে। জনগণের পথ চলাচলের সমস্যার বিষয়টি তুলে ধরে নগরীর ৯ নং ওয়ার্ড এর বাসিন্দা মো. সামছুল আলম, মো. মাকসুদ আলম আলী, আলমগীর হোসেন, এ্যাড. মনির হোসেন, আরমান খান ও আনিচুর রহমান চলতি বছরের ৪ মার্চ বিসিসির কর্তৃপক্ষের বরাবর আবেদন করেন। আবেদনের পর কর্তৃপক্ষ ওই আদেশ দিলেও এখন পর্যন্ত জনগণের পথ চলাচলে ভোগান্তির সমাধান হয়নি।
রোড ইন্সপেক্টর মো. সালাউদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার পর স্যার যে সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার সেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে কিছু ব্যক্তি ফুটপাত দখলের চেষ্টা করছে। আর ফুটপাত ব্যবসায়ীরা তাদের ক্ষমতার প্রভাব বিস্তার করছে।
আবেদনকারীরা বলেন, বরিশাল জেলার সেচ্ছাসেবক দল থেকে অব্যাহতি হওয়া মো. রফিকুল ইসলাম জনি ও তার সাঙ্গপাঙ্গরা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।