ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫

বরিশালে লঞ্চের ধা*ক্কা*য় নৌকাডুবি  : শিশু নি*খোঁ*জ

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৮, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে লঞ্চের ধা*ক্কা*য় নৌকাডুবি  : শিশু নি*খোঁ*জ।

 

বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিতে লঞ্চের ধাক্কায় জেলের নৌকা ডুবে রায়হান মল্লিক নামে ১০ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে জেলার নলছিটি উপজেলার গৌরিপাশা সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।

নলছিটি ফায়ার সার্ভিস স্টেশনে কর্মকর্তা মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ রায়হান ওই এলাকার মো. আলী মল্লিকের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসা নুরানী মাদ্রাসায় লেখা পড়া করতো। প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামে এক জেলের সঙ্গে মাছ ধরা দেখতে গিয়েছিল রায়হান।

এ ঘটনায় নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদরের একটি ডুবুরিদল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

স্থানীয়রা জানান, নলছিটির গৌড়িপাশা এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে মঙ্গলবার সকাল ৬টার দিকে মাছ ধরার নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের ধাক্কা লাগে। এতে নৌকাটি তখনই দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। জাল ফেলার পরে নদীতে অপেক্ষমাণ ছিল নৌকাটি। লঞ্চের ধাক্কায় নৌকাটি সেখানেই ডুবে গেলে সেই জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও রায়হান নদীতে নিখোঁজ হয়।

 

সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদরের একটি ডুবুরিদল নিখোঁজের সন্ধান করছে।