
নিজস্ব প্রতিবেদক :: সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন বরিশালের কৃতি সন্তান মো: কাইয়ুম।
১৭ মার্চ, সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এতে সলিসিটর (ভারপ্রাপ্ত) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দ্যা বাংলাদেশ ল অফিসার্স অর্ডার এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে দুটি প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।
এ ব্যাপারে অ্যাডভোকেট কাইয়ুম বলেন, আমি সবার কাছে সহযোগিতা চাই যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন আশা করবো এই দায়িত্ব পালনের মাধ্যমে তার সঠিক প্রতিদান দিতে পারবো।
পটুয়াখালী জেলার গলাচিপার পক্ষিয়া গ্রামের মরহুম নুরুল ইসলাম হাওলাদারের কনিষ্ঠ পুত্র মো. কাইয়ুৃম ২০১৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যুক্ত হন। ২০১৯ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকা ভুক্ত হন।
এরপর থেকে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মো. কাইয়ুম সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হওয়ায় তাঁর জন্মভূমি গলাচিপায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে