
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আরিফুর রহমান মিঠুর বাসভবনে দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে নগরীর কাউনিয়া সেকশন রোড (৭ নং ওয়ার্ড) অবস্থিত তার বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়- রাতের অন্ধকারে একদল মুখোশধারী দুর্বৃত্তরা মিঠুর বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের ভেতরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্রসহ সব মালামাল লুট করে নেওয়া হয়, পাশাপাশি নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের সর্বত্র আগুনের চিহ্ন, ভাঙচুর হওয়া মালামাল ও পুড়ে যাওয়া আসবাবপত্র পড়ে আছে। ঘটনার সময় মিঠু ও তার পরিবারের কেউ বাসায় উপস্থিত না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে বেঁচে যান তারা।
ভুক্তভোগী ছাত্রদল নেতা আরিফুর রহমান মিঠু জানান, আমাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমাকে না পেয়ে দুর্বৃত্তরা আমার সম্পদ ও ঘরবাড়ি ধ্বংস করেছে।”
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক বলেন, কিছু দুষ্কৃতকারী ও আওয়ামী ফ্যাসিবাদের দোসররা বিএনপির ভেতর বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে এ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমরা আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
স্থানীয়দের মতে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।