
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি করপোরেশনের নথুল্লাবাদ গনি ভবনের দক্ষিণ পাশে নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে কামরুন নাহার শিল্পী গং’দের বিরুদ্ধে।
অভিযোগের সূত্রে জানা যায়, হাজি মোঃ আঃ গনি হাওলাদার ২০০২ সালে লিয়াকত শাহ্’র কাছ থেকে ৩০ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমি দখল করে কামরুন নাহার শিল্পী গং’রা বহুতল ভবন নির্মাণ করছে।
এ বিষয়ে হাজি মোঃ আঃ গনি হাওলাদার থানা ও আদালতের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাচ্ছে না বলে দাবী তার।
এদিকে কামরুন নাহার শিল্পী গং’রা ভবন নির্মাণ করছেন। ভবনটির নির্মাণ প্রক্রিয়া বর্তমানে চলমান।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে সরেজমিন দেখা যায়, বাঘিয়া ৩২ মৌজায় খতিয়ান নং-৬৯৭, এসএ ৪১০, ৪১১, বিএস ৭১৫, ৭১৬ দাগে হাজি মোঃ আঃ গনি হাওলাদার ৩০ শতাংশ জমি লিয়াকত শাহ্’র কাছ থেকে ২০০২ সালে ক্রয় করেন। একই দাগে প্রতিবেশী কামরুন নাহার শিল্পী ১০ শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু কামরুন নাহার শিল্পী গং’দের নিয়ে পুরো জমি দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করছেন।
এতে হাজি মোঃ আঃ গনি হাওলাদার আদালতের শরণাপন্ন হলে আদালত জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু
জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও কামরুন নাহার শিল্পী গং’রা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইনকে উপেক্ষা করে প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ করে চলছেন।
হাজি মোঃ আঃ গনি হাওলাদার বলেন, ভবন করার সময় আমরা বাঁধা দিয়েছি। কিন্তু তিনি কারো কথা শোনেননি। তার নাকি উপরে বড় বড় লোক আছে।
এ বিষয়ে অভিযুক্ত কামরুন নাহার শিল্পীর
সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।