
নিজস্ব প্রতিবেদক :: ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
প্রধান অতিথি বলেন, ২৫ মার্চ কালরাতে স্বাধীনতার পাদটিকা রচনা হয়েছিল। এ রাতে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী। এটি ছিল একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। মুক্তিযুদ্ধ বাঙালির গর্বের ও প্রাণের ইতিহাস। একে ধারণ ও লালন করে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের দেশপ্রেম জাগ্রত করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত করতে হবে। ২৫ মার্চের ইতিহাস ধারণ করতে পারলে ২৪ এর গণ অভ্যুত্থান হতো না।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ, পুলিশ সুপার শরিফ উদ্দিন প্রমুখ।