ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে লঞ্চে ভ*য়াবহ আ*গুন

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২৮, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে লঞ্চে ভ*য়াবহ আ*গুন

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

লস্কর সুমন সরদার জানান, ওই সময় লঞ্চে ৭ জন স্টাফ ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দোতলার মাস্টার ব্রিজ থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখেন তারা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্টাফরা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকেন। প্রাণ বাঁচাতে ছুটোছুটি করে তারা নদীতে ঝাঁপ দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আলী আশরাফ বলেন, রাত ৩টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা জানান, কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাস্টার কেবিনের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে লঞ্চের ইঞ্জিন বাদে প্রায় সবকিছুই পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বরিশাল মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির আলম বলেন, পাতারহাট লঞ্চঘাটে বরিশাল-মেহেন্দিগঞ্জ রুটে চলাচলকারী এমভি সায়মুন-১ লঞ্চটি নোঙর করা ছিল। রাত ৩টার দিকে হঠাৎ লঞ্চটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা তদন্ত করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি