
নিজস্ব প্রতিবেদক :: বাবুগঞ্জে ছাত্রদল নেতা আজিজুল হকের আয়োজনে প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল
নুরে আলম, বাবুগঞ্জ: বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ও সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আজিজুল হক (মাষ্টার) এর আয়োজনে প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর বাবুগঞ্জ উপজেলার সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ফেরদৌস খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শামীম, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাজন শিকদার, উপজেলা বিএনপির নেতা আবুল হাসনাত শিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল-আমিন, যুগ্ম আহবায়ক আকিব হোসেন ইমরান, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলীল, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক শাহ আলম, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক নুরুল হক, সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এনায়েত হোসেন, আবুল বাসার ইমরান, আবুল কাসেম, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আসিফ শিকদার, উপজেলা ছাত্রদল নেতা মুন্না সিকদার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ওয়াশিকুর রহমান বাপ্পি, রহমতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, রহমতপুর ইউনিয়ন বিএনপি নেতা ফারুক ডালি, বাবুল সরদার, ছিদ্দিক বেপারী, শফিক আকন, হাজী সেলিম যুবদল নেতা মাসুম, বাপ্পি প্রমুখ।