
নিউজ ডেস্ক :: নিজের প্রাণ বাঁচাতে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী
উত্তররপ্রদেশের মেরঠে সম্প্রতি এক বধূ ও তাঁর প্রেমিক মিলে ওই বধূর স্বামীকে নৃশংশভাবে হত্যা করে। এরপর তাঁর দেহ লোপাটের জন্য ভরে ফেলে একটি সিমেন্টের ড্রামে। অপর একটি ঘটনা ঘটে উত্তরপ্রদেশেরই আউরিয়া এলাকায়, যেখানে স্বামীকে মারতে ‘সুপারি কিলার’ ভাড়া করে স্ত্রী ও তাঁর প্রেমিক। আর এইসব দেখেই খানিকটা থুড়ি অনেকটাই ভয় পেয়ে যান বাবলু। কারণ তিনিও যে সম্প্রতি জানতে পেরেছেন তাঁর স্ত্রীর পরকীয়ার কথা। তবে কি এবার তাঁর পালা? এরপর আর বেশি কালক্ষয় করেননি বাবলু। নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সঙ্গে তিনি বিয়ে দিয়ে দেন স্ত্রীর প্রেমিকের। আর এই বিয়েতে সাক্ষী হিসাবেও নিজের দায়িত্ব পালনে একটুও কসুর করেননি পরিযায়ী শ্রমিকের কাজ করা বাবলু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাটার মিশ্রা গ্রামে।
জানা গিয়েছে, বাবলুর সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় গোরখপুর জেলার বাসিন্দা রাধিকার। তাঁদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু ভিন্ন রাজ্যে কর্মরত বাবলু হঠাৎ একদিন জানতে পারেন যে, তাঁরই গ্রামের এক বাসিন্দা বিকাশের সঙ্গে পরকিয়ায় মজেছেন তাঁর স্ত্রী। এরপরেই ঘটনার সত্যতা যাচাই করতে তিনি তাঁর স্ত্রীকে কিছু না জানিয়েই ফিরে আসেন গ্রামে। এরপর শুরু হয় চুপিসারে ঘটনার রহস্য উন্মোচন। খব শীঘ্রই তিনি নিশ্চিত হন যে, তাঁর স্ত্রীর পরিকিয়ায় জড়িয়ে পড়ার খবরে কোনও ভেজাল নেই।
তবে স্থানীয় সূত্রের খবর, এসব জানার পর কিন্তু স্ত্রীর ওপর একটুও রাগ দেখাননি বাবলু। বরং সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি জানান গ্রামের বয়স্ক মানুষদের। এরপরেই তিনি সিদ্ধান্ত নেনে স্ত্রীর বিয়ে দেবেন তাঁর প্রেমিকের সঙ্গেই। সেইমত একটি শিব মন্দিরে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে হিন্দু শাস্ত্রমতে স্ত্রীর বিয়ে দেন তিনি। এই বিয়ের সাক্ষীও দিয়েছেন তিনি। তবে কেন তিনি এমনটা করলেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘নিজের সম্ভাব্য ক্ষতি এড়ানোর জন্যই আমি এই পদক্ষেপ নিয়েছি। সম্প্রতি আমরা দেখেছি স্ত্রীর হাতে স্বামীর মৃত্যুর ঘটনা। এরপর মেরঠে যা ঘটল তা দেখেই আমি ঠিক করি স্ত্রীর সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দেওয়ার,যাতে আমরা উভয়েই খুশি থাকতে পারি।’
এই ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাধিকা এবং বিকাশের বিয়ে হচ্ছে আর তাঁদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে রাধিকার সন্তান এবং গ্রামবাসীরা। পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বাবলুকেও। এমনকি ফোটো তোলার জন্য পোজ দিতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু বাবলুর সঙ্গে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি রাধিকার ,তবে কি এই বিয়ে আদৌ আইন সম্মত? এই প্রশ্নের উত্তরে বাবলুর দাবি, এই বিয়ের সময় গ্রামবাসীরা সেখানে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরাও কোনও বিরোধিতা করেননি এই সিদ্ধান্তের। সুতরাং এই বিয়ে সম্পূর্ণ আইন সম্মত।