
নিজস্ব প্রতিবেদক :: তারেক রহমানের দেয়া ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। গতকাল শনিবার বিকালে নগরীর সদর রোডে তিনি এ লিফলেট বিতরণ করেন। এসময় দ্রুত নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর, বিএনপি নেতা রফিকুল ইসলাম শহিন, যুবদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম তরিক প্রমুখ। অপরদিকে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে নগরীতে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।