ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আ*ন্দো*লনে ছাত্রদের উপর হা*ম*লা : বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রাইডার রাব্বি আ*টক

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ৩, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রাইডার রাব্বি আটক।

বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব খানের অনুসারী নিলয় আহম্মেদ রাইডার রাব্বিকে বরিশাল জেলা ছাত্রদলের এক সহ-সভাপতি ও তার অনুসারীদের বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ এলাকা থেকে আটক করে পরে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।

 

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে নিলয় আহম্মেদ রাইডার রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।”

উল্লেখ্য, রাইডার রাব্বি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। কিছুদিন আগে নগরীতে রাতের আঁধারে সরকারবিরোধী একটি মিছিলে অংশ নিতে দেখা যায় তাকে, যা নিয়ে নগরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করতে হামলায় অনেক শিক্ষার্থী ও সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলছেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের নেতাদের দ্বারা হামলা হয়েছিলো আন্দোলনের সময়ে এবং সম্প্রতি তারা নগরীতে মিছিল করে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছে।