
একটি বিশেষ সতর্কতা!!
মোবাইল নম্বরের প্রথম ডিজিট গুলো ০১৩২০ দিয়ে শুরু হওয়া মানেই তা বাংলাদেশ পুলিশের ব্যবহৃত সরকারি নম্বর নয়!!
বাংলাদেশ পুলিশের ব্যবহৃত সরকারি নম্বরগুলোর প্রথম ছয়টি ডিজিট হলো,
০১৩২০০, ০১৩২০১ এবং ০১৩২০২
অর্থাৎ পুলিশের সরকারি নম্বর গুলো হলো ০১৩২০-০০০০০০ হতে ০১৩২০-২৯৯৯৯৯ পর্যন্ত।।
এর বাহিরের নম্বরগুলো সর্বসাধারণ ব্যবহার করে থাকে।।
অর্থাৎ ০১৩২০৩,০১৩২০৪,০১৩২০৫,০১৩২০৬,০১৩২০৭,০১৩২০৮ এবং ০১৩২০৯ দিয়ে শুরু হওয়া নম্বরগুলো পুলিশের ব্যবহৃত সরকারি নম্বর নয়!!
বিভিন্ন প্রতারক চক্র ০১৩২০৩ বা তদূর্ধ্ব সিরিয়ালের নম্বর দিয়ে ফোন করে নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে প্রতারনা করে যাচ্ছে।।
উক্ত বিষয়ে সকলকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।