
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান আগামী ১০ই মে।
দক্ষিণাঞ্চলের পেশাদার সাংবাদিকদের পথিকৃৎ ‘সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি’ পদক প্রদান অনুষ্ঠান আগামী ১০ এপ্রিল সন্ধ্যা ৬টায় নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটারের কর্মবীর আব্দুল খালেক খান পাঠাগারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। এবার স্মৃতি পদকপ্রাপ্ত গুনীজন হলেন : সাংবাদিক আনিসুর রহমান স্বপন ও নজরুল ইসলাম চুন্নু। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাইনুল হাসান স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ দুলাল এবং সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।