ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫

বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রে*ফতার 

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ১৫, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর বাংলা বাজার এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল নগরীতে নাশকতা ও বিএনপি অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।