ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নাসরিনের বাসায় হা*ম*লা

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ১৬, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর কাজীপাড়া এলাকার ঐ বাসভবনে হামলার সময় নাসরিন তার এক নিকটজনকে দেখতে বলিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন বলে তিনি জানিয়েছেন। বিষয়টি নিয়ে মামলা করতে এখন কোতোয়ালী মডেল থানায় গিয়েছেন নাসরিন।

শুক্রবার সকালে নাসরিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পরে মুখোশ ও হেলমেটধারী ৮-১০ জন মোটরসাইকেলে করে এসে তার বাসভবনে এলোপাথাড়ি হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। হামলাকারীরা বাসার সামনের দরজা-জানালার কাঁচ ভেঙে ফেলে। টের পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে রাতেই কোতোয়ালী মডেল থানার ওসিসহ পুলিশ কর্মকর্তাগন ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকায় পুলিশী টহল জোরদার করেন।

নাসরিনের বাসায় হামলার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে নগরীর সিএন্ডবি রোড ও কাজীপাড়াসহ সন্নিহিত এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।