ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে পুলিশের সাথে দু*র্ব্যব*হার “আইডি কার্ড দেখাতে  ব্য*র্থ ” ক্ষ*মা চাওয়ায় মা*ফ পেলেন তিন যুবক

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২১, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবার বলে হাটহাজারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়  পরিচয়ে পুলিশের সাথে দুর্ব্যবহার : আইডি কার্ড দেখাতে  ব্যর্থ  ক্ষমা চাওয়ায় তিন যুবককে মাফ করে দিলেন সার্জেন্ট মনির।

বরিশালের লাইন রোডে সড়কের একাংশ দখল করে জামা প্যান্টন ও শার্ট  বিক্রি করছিল তিন যুবক। আজ (২১ মে) বিকেলে  ট্রাফিক সার্জন মনির ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ দখল তুলে নিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই তিনজন নিজেদের চট্টগ্রাম ও হাটহাজারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে ট্রাফিক কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে এবং তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে।

তবে তাদের কাছে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তাদের দাবির সত্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়। পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে তারা শেষপর্যন্ত নিজেদের আচরণের জন্য ক্ষমা চান।

 

ঘটনা স্থলে উপস্থিত এক দর্শনার্থী, বলেন পুলিশ আমাদের রক্ষক পুলিশের সাথে দুরব্যবহার মেনে নেওয়া যায় না ওই তিন যুবককে উপযুক্ত শাস্তি দেওয়ার প্রয়োজন এই তিন যুবককে আরো দেখেছি এরা নগরীর বিভিন্ন স্থানে বসে জামা কাপড় বিক্রি করে  এবং ঝামেলা করে।

পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে ট্রাফিক সার্জন মনির তাদের সতর্ক করে ছেড়ে দেন।

এ বিষয়ে ট্রাফিক সার্জন মনির বলেন, “সড়ক দখল করে ব্যবসা করা বেআইনি। পরিচয় যাই হোক না কেন, আইন সবার জন্য সমান। তবে ক্ষমা চাওয়ায় আমরা মানবিক দিক বিবেচনা করে কঠোর ব্যবস্থা নেইনি।