
নিউজ ডেস্ক :: নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে ভূমি মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন।
সোহরাব হোসেন জানান, দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার অভিপ্রায়ে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটালাইজড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের নেতৃত্বে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত সারাদেশের ন্যায় বরিশাল বিভাগের ৬টি জেলা ও ৪২টি উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হবে।
তিনি জানান, এই ভূমি মেলা হবে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে এক কার্যকর পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির একটি উত্তম প্ল্যাটফর্ম। তিন দিনব্যাপী এই ভূমি মেলায় নাগরিকরা ই-নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদানে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন ও তাৎক্ষণিকভাবে তা গ্রহণ এবং সেবা বুথে নিয়োজিত কর্মকর্তার নিকট ভূমি সেবা বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তরসহ ভূমিসেবা পাবেন।
তিনি আরও জানান, ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত করা, স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা এবং নতুন প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে জনগণের সরাসরি পরিচয় ঘটানো এবারের মেলার মূল উদ্দেশ্য। এসময় তিনি সাম্প্রতিক বছরগুলোতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নেওয়া যুগান্তকারী পদক্ষেপগুলো শুধু ডিজিটাল রূপান্তরের উদাহরণ নয় বরং জনগণকে ক্ষমতায়নের একটি পথও বলে জানান।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবীব, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপ-ভূমি সংস্কার কমিশনার মৃনাল কান্তি দে, জোনাল সেটেলমেন্ট অফিসার মৃধা মোজাহিদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুল্লাহসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।