ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে বরিশাল নগরীর কাজীপাড়ায় বৈদ্যুতিক খুঁটিতে আ*গু*ন, নিয়*ন্ত্র*ণে ফায়ার সার্ভিস

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ৩১, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: গভীর রাতে বরিশাল নগরীর কাজীপাড়ায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

গভীর রাতে বরিশাল নগরীর কাজীপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুতই বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ বিকট শব্দের সঙ্গে আগুন জ্বলতে দেখা যায় খুঁটিটি থেকে। আগুনের তীব্রতা বেশি থাকায় আশপাশের বাসিন্দারা নিরাপদ দূরত্বে সরে যান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এলাকাবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।