
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আরাফ রহমান খান (১১) শনিবার বিকাল তিনটা থেকে নিখোঁজ রয়েছে। তার পিতা মোস্তাফিজুর রহমান খান জানান, আরাফ বরিশাল নগরীর বাংলাদেশ ব্যাংক সংলগ্ন নিজ বাসা থেকে ফুটবল খেলার জন্য একটি ফুটবল হাতে বের হয়। তবে এরপর থেকে সে আর বাসায় ফেরেনি।
নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি ( রিপোর্ট লেখার আগ পর্যন্ত)। পরিবার ও আত্মীয়স্বজন তাকে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও কোনো খোঁজ পায়নি।
এ ঘটনায় পরিবার গভীর উৎকণ্ঠায় রয়েছে।
আরাফের গায়ে ছিল একটি হালকা রঙের টি-শার্ট ও প্যান্ট। তার বয়স আনুমানিক ১১ বছর।
কোনো সহৃদয় ব্যক্তি যদি আরাফের সন্ধান পান অথবা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:
📞 01716-279523
📞 01711-093972
এছাড়া নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


