
নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠি জেলা কারাগারে হত্যা মামলার আসামি মো. মতলেব মাঝি (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানান ঝালকাঠি জেলা কারাগারের কারাধ্যক্ষ মো. আতিকুর রহমান।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মতলেব মাঝি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মৃত ছাদের মাঝির ছেলে। তিনি চলতি বছরের ২০ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন।
ঝালকাঠি জেলা কারাগারে সুপার আবদুল্লাহ ইবনে তোফাজ্জল জানান, বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।