ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে মা*দ*কের বি*রু*দ্ধে বিএনপির বি*ক্ষো*ভ মি*ছি*ল

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১২, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০ টার দিকে ওটরা চেরাগ আলী মার্কেটের সামনে প্রধান সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দীর্ঘক্ষন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীরা ‌‘মাদক মুক্ত সমাজ করি, আগামীর দেশ গড়ি’ এ শ্লোগান দেন। পুরো ওটরা ইউনিয়ন জুড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত মাদক বিরোধী শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো।

ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির খান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শামিম আহমেদ,উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, উপজেলা যুবদল নেতা মোঃ সোলায়মান হোসেন, যুব নেতা মাইনুল মৃধা। ওটরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজান ফকির,ওটরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ রিয়াজ খান, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আফজাল হোসেন মল্লিক, হাজ্বী তাহের উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সানি আহমেদ, ওটরা ইউনিয়ন সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ আতাউর রহমান, তিতুমীর কলেজ শাখার ছাত্র দলের সহ-সভাপতি মোঃ কাওছার মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ওটরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা।

পরিশেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন- মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মা ও ছেলের উপর মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েও ক্ষ্যান্ত হয়নি। উল্টো আহতদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। ওই মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন নেতাকর্মীরা। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।