ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে অতিরি*ক্ত ভাড়া আ*দায় ব*ন্ধে ভ্রা*ম্য*মান আদালতে ৪ পরিবহনকে জরিমানা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১২, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: সদ্য সমাপ্ত পবিত্র ঈদ-উল-আযহার ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বিআরটিএ ও ঝালকাঠি জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১২ জুন) ঝালকাঠি সদর উপজেলার গাবখান সেতু সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ।

পরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে সাকুরা, বলেশ্বর, বরিশাল এক্সপ্রেসসহ মোট ৪ টি পরিবহনকে সড়ক পরিবহন আইন-২০১৮ ধারা অনুযায়ী ৮০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও ড্রাইভিং লাইসেন্স ও বৈধ্য কাগজপত্র ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে চালকদের সচেতনতা মূলক প্রচার প্রচারণা করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা।

এ বিষয় অভিযান পরিচালনা করা ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, চালক যাত্রী ও পথচারীদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

এরই ধারাবাহিকতায় অতিরিক্ত ভাড়া ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ৪টি পরিবহনকে জরিমানা করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।