ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে একদিনে ডে*ঙ্গু আ*ক্রা*ন্ত ৯৭ রো গী, বর গু নারই ৭৪

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৩, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল বিভাগের ছয় জেলায় একদিনে ডেঙ্গুতে মোট আক্রান্ত ৯৭ রোগী। এর মধ্যে ৭৪ জন বরগুনা জেলার বাসিন্দা। শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তারা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা যাওয়া ৭ জনের ৫ জনই বরগুনা জেলার।

ডেঙ্গুর প্রভাব বিস্তার ঠেকাতে ইতোমধ্যে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গুরুত্বপূর্ণ অশিংজনদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চলছে বরগুনায়।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে ১৩ জুন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে দুই হাজার ৫৮৩ জন। এর মধ্যে বরগুনা জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৪১০ জন। একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২৩৮ রোগী। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৩৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলা সদর হাসপাতালে ৭৪ জন, বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২১ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন রোগী ভর্তি হয়েছে। তবে ভোলা, পিরোজপুর ও ঝালকাঠী জেলার সরকারি হাসপাতালগুলোতে কেউ ভর্তি হয়নি। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৮৩ জন।

বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, ডেঙ্গু মোকাবিলায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সভা হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের চিকিৎসক ও নার্স সংখ্যা বাড়ানো হয়েছে, আরও বৃদ্ধি করা হবে। আমরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে কাজ করছি।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে। রোগী রোগ থেকে নিজেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।