
নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের উজিরপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আলতাফ সরদার (৫৩) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইচলাদী-ডাকবাংলোর সড়কের ব্র্যাক কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
নিহত আলতাফ সরদার জেলার গৌরনদী উপজেলার সাঁকোকাঠি গ্রামের মেসের সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পথচারী আলতাফ রাস্তা পার হচ্ছিলেন। তখন অটোরিকশাটি তাকে চাপা দেয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী কার্যক্রম আইনানুযায়ী পরিচালিত হবে।’