
নিজস্ব প্রতিবেদক :: আজ ১৩ জুন শুক্রবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর নির্দেশনায়। বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ করতে জেলা প্রশাসন বরিশালের মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশাল এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান, মাসুমা আহমেদ লুনা ও শাকিল রোখসাইন এর নেতৃত্বে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এসময় বিভিন্ন বাসে সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি বাস কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। বরিশাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বিভিন্ন পরিবহনে অভিযান পরিচালনা করা হয়। নথুল্লাবাদে, পটুয়াখালী, ঝালকাঠি ও বরিশাল থেকে ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগামী বিভিন্ন পরিবহন এবং বরিশাল লঞ্চঘাটে অভিযান পরিচালনা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য পরিবহনগুলোকে সতর্ক করার পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ০৩ টি পৃথক মামলায় সর্বমোট ৩৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় পরিবহনগুলো কর্তৃক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায়কৃত ৭০০০/- টাকা যাত্রীদের মাঝে ফেরত প্রদানের ব্যবস্থা করা হয়।
রাতে বরিশাল সদরঘাট এলাকায় লঞ্চের যাত্রীসেবার মানউন্নয়ন, অতিরিক্ত ভাড়া আদায়, ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিবহন, টিকেট কালোবাজারি ও অবৈধ মালামাল পরিবহনসহ বিভিন্ন বিষয়ে মনিটরিং করা হয়। এসমস্ত অপরাধের প্রমাণ পেলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।