ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বা*কে*র*গ*ঞ্জে পূ র্ব শ*ত্রু*তার জেরে স*ন্ত্রা*সী হা*ম*লা, আ*হ*ত ৫

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৪, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা চালিয়ে ৫ জনকে আহত করেছে। এ ঘটনায় বাবুল গাজী নামে এক জন বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গত ১২/৬/২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে।

হামলার শিকার সজীব গাজী (২৫), রাব্বি (২০), ফয়সাল (১৮), মুসা (২৭) ও সবুজ গাজীকে (৪০) আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন। আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব মহেশপুর গ্রামের ইলিয়াস মল্লিক ও শাওন মল্লিকের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ এ হামলা চালিয়েছে।

আহত সজীব গাজী জানান, তার নিকট আত্মীয় মূসা গাজীর অটো গাড়ির ব্যাটারি চুরি করা নিয়ে ইলিয়াস মল্লিকের সাথে গত কয়েকদিন আগে কথা কাটাকাটি হয়। তারই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ইলিয়াস মল্লিক ও শাওন মল্লিকের নেতৃত্বে ১০-১২ জন রড ও দেশীয় অস্ত্র দিয়ে বাবুল গাজীর বাড়িতে গিয়ে হামলা ও মারপিট করে। হামলায় তিনিসহ ৫ জন আহত হয়েছেন।

বাকেররগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, হামলা ও মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।