ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অ*স্ত্র*সহ ভু য়া অতিরি*ক্ত পুলিশ সুপার আ*ট*ক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৬, ২০২৫ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ডিবি পুলিশের পোষাক, ওয়াকিটকি একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, বিদেশি মোবাইল ও বিভিন্ন ডিভাইসসহ জাকারিয়া আহমেদ তাপাদার ওরফে রাজন (৩৪) নামে এক যুবককে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শনিবার ভোর রাতে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার বাশার পুলিশ বক্সের কোণে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে থানা পুলিশ।

তিনি অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিয়ে ঢাকা ও পাশের এলাকার মহাসড়কগুলোতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডিবি পুলিশের পোষাক ও ওয়াকিটকি ব্যবহার করে ডাকাতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে।

আটক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া সিলেট জেলার জকিগঞ্জ থানার কসকনকপুর এলাকার মৃত আব্দুল ছবর তাপাদারের ছেলে।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া যায় বিস্ময়কর সব তথ্য। পরে তার দেহ তল্লাশি করে একটি কালো রঙের ব্যাগে রাখা ১৫/১৬ ইঞ্চি দৈর্ঘ্যের ধারালো অস্ত্র, একটি ওয়াকিটকি সেট, দু’টি বাটন মোবাইল, সীমবিহীন একটি স্মার্টফোন, একটি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে সরকারবিরোধী নানা কার্যক্রমে ব্যবহৃত ডিভাইস ও তথ্যপ্রযুক্তির আলামত পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকারিয়া পুলিশের কাছে স্বীকার করেছে যে, বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিল এবং ঢাকায় তার সংগঠনের আরও ১৪ জন সক্রিয় সদস্য রয়েছে। তারা ঢাকাসহ বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছে।

এছাড়া জাকারিয়ার বিরুদ্ধে এএসপি পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মারিয়া চৌধুরী নামে এক নারীকে বিয়ে করে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনের মামলা করা হয়েছে।

ভুক্তভোগী মারিয়া চৌধুরীর অভিযোগ, তিনি রূপগঞ্জের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মাহতাব চৌধুরীর মেয়ে। চার বছর আগে জাকারিয়া সঙ্গে তার মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। তখন জাকারিয়া নিজেকে এএসপি পরিচয় দেন। পরে তাদের দু’জনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মারিয়া চৌধুরীর বাবার বাড়ি চনপাড়ায় রেখে ঘর সংসার করে আসছেন। জাকারিয়া মারিয়ার কাছে বিভিন্ন সময় যৌতুক এর টাকা নিয়েছে । এর পরেও বেশ কিছু দিন যাবত ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা না দেওয়ায় নানা সময় শারীরিক নির্যাতন চালাতেন জাকারিয়া ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আটক জাকারিয়া ঢাকার কয়েকটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য এবং তিনি অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে নানা ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনায় জড়িত। তার বিরুদ্ধে একাধিক গোপন তথ্য থাকায় উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য দিয়েছে। রবিবার দুপুরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।