ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও দুইজনের

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬২ জন।

রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার রতন দাস (৩৫) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সামসুন্নাহার (৫২)। তারা দুজনেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ১২৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৫৩৭ জন। মৃত্যু হয়েছে ১৮১ রোগীর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালের দুই হাসপাতালে ৬০, পটুয়াখালীতে ২০, ভোলায় ৮, বরগুনায় ২১, ঝালকাঠিতে ৫ ও পিরোজপুরে ৪৬ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৪১১ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন