
নিজস্ব প্রতিবেদক :: চলতি অর্থবছরের বাজেটে সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।
তাদের দাবি, সরকারি বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের মতোই তাঁরা দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ এখনও পর্যন্ত তাঁরা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বঞ্চিত, এমনকি উৎসব ভাতাও শতভাগ পান না। এতে দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
এমপিওভুক্ত শিক্ষক সংগঠনগুলোর নেতারা বলেন, “আমাদের একটাই দাবি—সরকারি নিয়মে সকল ভাতা প্রদান করা হোক, যাতে ন্যায্য মর্যাদা ও সম্মান নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারি।”
তারা আশাবাদী, জাতীয় বাজেট পাশের আগেই সরকার তাদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিবে।