নিজস্ব প্রতিবেদক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন একই কমিটির সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন।