ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আম কা*ট*ছিলেন মা, বঁ*টির ওপর পড়ে শিশুর মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৮, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজশাহীর তানোরে বেঞ্চ থেকে নামতে গিয়ে বঁটির ওপর পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রউফা রুক্কা ওই গ্রামের রবিউল ইসলাম ও হাওয়া বেগম দম্পতির মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা হাওয়া বেগম সকালে বাড়ির উঠানে বসে বঁটিতে পাকা আম কাটছিলেন। শিশুটি পাশেই একটি বেঞ্চে বসে ছিল। এ সময় শিশুটির মা আরও আম আনতে ঘরের ভেতরে গেলে মায়ের সঙ্গে যাওয়ার জন্য বেঞ্চ থেকে নামতে গিয়ে শিশু রইফা ধারালো বঁটির ওপর পড়ে যায়। এতে বঁটির সামনের অংশ শিশুটির বুকে ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, শিশুর পরিবারের কারও অভিযোগ নেই। এটি একটি দুর্ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।