ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫

দশ হাজার শি ক্ষা প্র*তি*ষ্ঠা*নে স্মার্ট টিভি প্রদান করা হবে

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২১, ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট টিভি প্রদান করা হবে। শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহার করে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।  শিক্ষকদের আইসিটি শিক্ষা অর্জন করা জরুরী। এজন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (মাউশি) এর আয়োজনে  শিক্ষকদের ৩ ব্যাপি ইন-হাউজ টিচার্স ট্রেনিং অব আইসিটি প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়েছে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের নিয়ে ১২ দিনব্যাপি ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে। শনিবার বিকালে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে ৩ দিনব্যাপি ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাউশি’র প্রকল্প পরিচালক প্রফেসর শাহিদুল কবির।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক আবু সাঈদ, আমিরাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক মহিউদ্দিন বায়েজিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আশিকুল ইসলাম।