ঢাকারবিবার , ২২ জুন ২০২৫

সি*ন্ধু পানি চু*ক্তি আর পু*ন*র্ব*হা*ল করবে না ভারত: অমিত শাহ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২২, ২০২৫ ১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ভারত ইসলামাবাদের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি আর কখনোই পুনর্বহাল করবে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার এ কথা জানান। গতকাল দেশটির টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, পাকিস্তানে প্রবাহিত হওয়া পানি এখন দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য মোড় ঘুরিয়ে দেওয়া হবে।

১৯৬০ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তির আওতায় ভারত ও পাকিস্তান উভয় দেশ সিন্ধু নদীব্যবস্থার পানি ব্যবহারের নির্দিষ্ট অধিকার পেয়ে আসছিল। কিন্তু সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি ওই চুক্তি ‘স্থগিত’ করে। ভারত ওই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দেয়। পাকিস্তান অবশ্য এতে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে।

পাকিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তিনটি নদীর প্রবাহ ভারতের দিক থেকেই আসে এবং চুক্তিটি দেশটির প্রায় ৮০ শতাংশ কৃষিজমিতে পানির নিশ্চয়তা দিত। তবে সাম্প্রতিক সংঘর্ষের পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধবিরতিতে পৌঁছালেও চুক্তিটি এখনো অচলাবস্থায় রয়েছে।

সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘না, এটা আর কখনোই পুনর্বহাল করা হবে না। পাকিস্তানে যেসব পানি যাচ্ছিল, তা আমরা এখন রাজস্থানে নিতে একটি খাল নির্মাণ করব। পাকিস্তান সেই পানির সুবিধা থেকে বঞ্চিত হবে, এত দিন তারা অন্যায়ভাবে পাচ্ছিল।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী সদস্য হিসেবে অমিত শাহর এই বক্তব্য পাকিস্তানের সঙ্গে চুক্তি পুনর্বহালের সম্ভাবনা আরও ক্ষীণ করে দিয়েছে।
এর আগে গত মাসে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, ভারত একটি প্রধান নদী থেকে আরও বেশি পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য না করলেও আগে তারা জানিয়েছে, সিন্ধু চুক্তিতে কোনো পক্ষের একতরফা সরে আসার সুযোগ নেই এবং পানিপ্রবাহ বন্ধকে তারা ‘যুদ্ধ ঘোষণার সমান’ হিসেবে বিবেচনা করবে।

ইসলামাবাদ এখন আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে।