ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

১০ মাস পর কবর থেকে জুলাই শ*হী*দ ওমরের লা শ উ*ত্তো*লন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ২৬, ২০২৫ ২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক ::

চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই আন্দোলনে নিহত শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মৃত্যুর প্রায় ১০ মাস ২০ দিন পর আদালতের নির্দেশে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় এই কার্যক্রম সম্পন্ন হয়।

নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার উপস্থিতিতে এ কার্য সম্পাদন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক শুভঙ্কর শুভ এবং বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, আদালতের নির্দেশে শহীদ ওমরের মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হয়েছে।

মরদেহ উত্তোলনের সময় নিহত ওমরের মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের গত ২৯ জানুয়ারি ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাশ উত্তোলনের আদেশ দেন। আদেশের প্রেক্ষিতে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত আরেক আদেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদান করা হয়।