ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁ*দা না পেয়ে ব্য*বসায়ীর বাড়িতে ছাত্রদল নে*তার হা*মলা ও ভা*ঙ*চু*র

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের টঙ্গীতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় সাতাইশ ধরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বজলুর রহমান রাতে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী বজলুর রহমান জানান, পরিবার-পরিজন নিয়ে সাতাইশ ধরপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি। শনিবার (২৮ জুন) বাসার তৃতীয়তলার নির্মাণকাজ শুরু করলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজ খানসহ একদল লোক দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন । এতে আমি অস্বীকৃতি জানালে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে সোমবার দুপুরে এসে আবারও দেড় লাখ টাকা চাঁদা দাবি করে মিরাজ ও তার লোকজন। এ সময় চাঁদা দিতে না চাইলে তারা আমাকে এলোপাথারি কিলঘুষি মারতে থাকে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে মিরাজ লোকজনসহ পালিয়ে যায়। এদিন মাগরিবের নামাজের পর মিরাজ খানের নেতৃত্বে মিহাদ খান ওরফে নিহাদ, আলম খান, মুন্না, মামুন ও আব্দুল মতিনসহ ২০-২৫ জন চাপাতি, লোহার রড, লোহার পাইপসহ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দুটি মোটরসাইকেল, আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে নগদ ৬ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।

যোগাযোগ করা হলে অভিযুক্ত ছাত্রদল নেতা মিরাজ খান অভিযোগ অস্বীকার করে আমার দেশকে বলেন, আমি নির্মাণসামগ্রীর ব্যবসা করি। বজলুর রহমানের কাছে ব্যবসার বিষয়ে কথা বলতে গিয়েছিলাম অন্য কিছু নয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে মামলা নেয়া হবে।