ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের ৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীতা ঘোষণা করেন সংগঠনের বরিশাল জেলা শাখার উপদেষ্টা ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী মুফতি সুলতান মাহমুদ।

এ সময় অপর পাঁচ আসনের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

ঘোষিত প্রার্থীরা হলেন-বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া)আসনে মুহাম্মদ ফখরুল ইসলাম, বরিশাল-২ (উজিরপুর- বানারীপাড়া) আসনে মুহাম্মদ আশিকুর রহমান, বরিশাল-৩ (মুলাদী- বাবুগঞ্জ) আসনে মুহাম্মদ আরিফ হোসেন, বরিশাল-৪ (হিজলা- মেহেন্দীগঞ্জ) আসনে মুহাম্মদ জুবায়ের গালিব,
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মুহাম্মদ মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে প্রার্থীরা বরিশালকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতীয় সংসদে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবি উপস্থাপন করেন।