
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাশারের মেয়ে রাইমা ইসলাম নিশাত(১৫) গত ২৫ শে জুন জিরাইল হাই স্কুল রোড হতে রাত আটটায় অপহরণ হয়, এ ব্যাপারে গত ২৯ শে জুন বাকেরগঞ্জ থানায় সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম
বাশার একটি অপহরণ মামলা দায়ের করেন, বাকেরগঞ্জ থানার মামলা নং ৪৪(৬) ২৫ জি আর ২৫৫/২৫, এজাহার সূত্রে জানা যায় একই এলাকার হাসিবুল হাসান, ইউপি সদস্য আনোয়ার হাওলাদার, আসলাম চৌকিদার, কবির,মুরাদ সহ ৮/৯ জন ঘটনার দিন রাত ৮টার সময় ভিকটিম তার মায়ের সাথে বরিশাল হতে বাড়ির উদ্দেশ্যে এসে জিরাইল হাই স্কুল সংলগ্ন রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামীরা ভিকটিম নিশাতকে অপহরণ করে পার্শ্ববর্তী কালিশুরীর দিকে নিয়ে যায়। বাকেরগঞ্জ থানায় মামলা হওয়ার পর, বাকেরগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের বিশেষ ভূমিকায়
গত ২৯ শে জুন মামলার প্রধান আসামি হাসিবুল হাসান এর কাছ হতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পুলিশ ভিকটিম নিশাত কে উদ্ধার করা হয়।