ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ডেঙ্গু আ*ক্রা*ন্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৬ রোগী, ল*ক্ষ*ণ নিয়ে শিশুর মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৫, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ রোগী। এ নিয়ে চলতি বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজর ৩৫৭ জন। এ দিকে আজ শনিবার (৫ জুলাই) বেলা ১টার দিকে জেলার বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আ. রহমান মল্লিকের শিশুকন্যা রাইছা (১১) ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে মারা গেছে বলে জানা গেছে।

শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালেই মারা গেছে ৬ জন। অন্যরা সবাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল কিংবা বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে কিংবা হাসপাতালে মারা যায়।

চিকিৎসক মনিরুজ্জামান জানান, কিছুদিন আগে শিশু রাইছার পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু নেগেটিভ আসে। তবে তার প্লাটিলেট কম হওয়ায় চিকিৎসক শিশুটিকে বরিশালে যাওয়ার পরামর্শ দেন। পরে বরিশালে পরীক্ষায় ওই রোগীর এনএসওয়ান নেগেটিভ ও প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছু কম আসে। স্বজনেরা তাকে বাড়িতে নিয়ে আসে চিকিৎসকের ব্যবস্থাপত্রে ওষুধ সেবন করায়। আজ শনিবার দুপুরের দিকে শিশুটি গুরুতর অসুস্থ হলে তাকে বামনা হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। তবে শিশুটি ডেঙ্গুর সব লক্ষণ নিয়ে মারা গেছে।