ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ডেঙ্গুতে এক তরুণীসহ আরও দুইজনের মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ৮, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ বছরের এক তরুণীসহ দুইজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

মৃত সনিয়া (১৮) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আ. ছালামের মেয়ে। অপর মৃত মো. সাইফুল মোল্লা (৩৫) বরগুনার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বরিশাল বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৫ জন। বিভাগের ৬ জেলায় আরও ১৫৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে বেরুতে হবে।

চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়া সামর্থ্যের মধ্যে থাকতে হবে। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫ হাজার ৭১৭ জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪২২ জন। আর মৃত্যু হয়েছে ১৫ জনের। এর মধ্যে বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। মৃত ১৬ জনের মধ্যে ৭ জনই বরগুনার।