ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মা*দ*ক স*ন্ত্রা*সীদের বি*চা*রের দা*বি*তে – বরিশাল ঢাকা মহাসড়কে কৃষক দলের মানব*ব*ন্ধ*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৬, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বুধবার ১৬ জুলাই সকাল ১১ টার দিকে জাতীয়তাবাদী কৃষকদল বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের রাকুদিয়া নতুন হাটে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় কিছু সন্ত্রাসী ও মাদক কারবারি পরিকল্পিতভাবে মিজানুর রহমানের উপর হামলা চালায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ বলেন, এ ধরনের ন্যাক্কারজনক হামলা গণতান্ত্রিক রাজনীতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা। প্রশাসনের প্রতি অনুরোধ, হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
মানববন্ধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহসিন আলম, বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন, ইউপি সদস্য রিপন, দেহেগতি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মিলন খান, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন কিশোর, শ্রমিক দল নেতা আব্দুল মান্নান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রদল নেতা রিয়াজ মাহমুদ, জিয়া মঞ্চের সভাপতি বাহাদুর তালুকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দেহের গতি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ হোসেন মিন্টু প্রমুখ।
মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।