ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জুলাই যোদ্ধাদের যারা হুমকি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মো: জিয়াউদ্দিন বাবু :: ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের যারা হুমকি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর মধ্যদিয়ে জুলাই আন্দোলন বেগবান হয়। তাঁর এই আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে পাওয়া এ নতুন বাংলাদেশের দিকে কেউ কালো থাবা দিলে সে হাত ভেঙ্গে দিতে হবে। আমাদের হৃদয়, মনন আর মেধায় শুধু মাতৃভূমিকে ধারণ করতে হবে। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের যারা হুমকি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে। যারা আওয়ামী লীগের কথা শুনতো না , আওয়ামী লীগ সরকার তাদের বিএনপি-জামায়াত ও জঙ্গি বানিয়ে দিত। বিভাগীয় কমিশনার বলেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের পরিবার ও আহত সদস্যদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করছে। ভবিষ্যতেও সরকার সহযোগিতার কার্যক্রম চলমান রাখবে। আমাদের সীমাবদ্ধতার মাঝেও আমরা স্থানীয়ভাবে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি?

তিনি আরও বলেন, ‘আমরা শুনেছি জুলাই যোদ্ধাদের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। জুলাই যোদ্ধাদের নিরাপত্তার প্রশ্নে কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না। যারা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

এসময় তিনি ছাত্রদের নিজদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের মধ্যে দূরত্ব বাড়লে ও তোমরা দুর্বল হলে শুধু তোমাদের ক্ষতি নয় পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের হাত ধরেই দেশের জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। ’
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার শরিফ উদ্দিন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও এবায়েদুল হক চাঁন, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান,আহত যোদ্ধা রহমতউল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাব্বির, শহীদ সুমনের পিতা ইউসুফ সিকদার, শহীদ জিহাদ হোসেনের পিতা মোশারফ হোসেন , সাব্বির হোসেন সোহাগ, ছাত্র প্রতিনিধি শহিদুল ইসলাম। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।