ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে মা*দ*ক ও বা*ল্য*বিবাহ প্রতি*রো*ধে অভিভাবক সমাবেশ : সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে বাকেরগঞ্জ উপজেলায় আসেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে তিনি সকাল সাড়ে ৯টায় বাকেরগঞ্জ থানা পরিদর্শন করেন। পরে দুপুর ১২টায় সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

“মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ,”—বক্তব্যে বলেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, ওসি আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।

পরে উন্নয়ন সংস্থা ‘সেইন্ট বাংলাদেশ’-এর পক্ষ থেকে বাল্যবিবাহে ঝুঁকিতে থাকা ১০ শিক্ষার্থীর পরিবারের মাঝে সেলাই মেশিন ও সেলাই সরঞ্জাম বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদে জরুরি স্বাস্থ্যসেবা বক্স বিতরণ এবং পূবালী ব্যাংকের সহযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক পৌরসভা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন। শেষে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।