ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় শর্ট সার্কিটে ইউনিয়ন পরিষদে আ*গু*ন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে বিদ্যুতের সকল সংযোগ পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর চারটায় পরিষদের দোতালায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পরিষদের সকল বিদ্যুৎ সংযোগগুলো পুড়ে গেলেও বড় ধরনের কোন ক্ষতি হয়নি। খবর পেয়ে সকালেই পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিব এবং ইউপি সদস্যরা ইউনিয়ন পরিষদে ছুটে আসেন। পরিষদের নৈশপ্রহরী গোপাল দাস জানান, পরিষদের দোতালায় ভোর চারটার সময় দেখি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

তখন আমি দ্রুত স্থানীয়দের সহয়তায় আগুন নেভাতে সক্ষম হই। পরে ইউনিয়ন চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটুকে জানাই। ইউপি সচিব সাধন চন্দ্র হালদার জানান, ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ ২০০৫ সালে একটি ভবন নির্মাণ হয়। নির্মাণের সময় পরিষদের ভবনে যে বিদ্যুতের সংযোগগুলো দেয়া হয়েছে তা খুবেই নিম্নমানের। তাই বিদ্যুতের সংযোগগুলো খারাপ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বিদ্যুতের সংযোগগুলো বিচ্ছিন্ন থাকায় পরিষদের জরুরী সেবা বন্ধ ছিলো। আমরা বর্তমানে খুবেই আতঙ্কের মধ্যে রয়েছি। গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম টিটু জানান, ভবন নির্মাণের পর থেকে কয়েক বছর যেতে না যেতেই ভবনের প্লাস্টার খসে পরছে এবং ভবনের বেশির ভাগ স্থানেই পানি পরে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে।

আমি ভবন সংস্কারের জন্য দুইবার স্থানীয় সরকার মন্ত্রণালয় আবেদন করেছি। কিন্তু পর্যন্ত কোন ব্যবস্থাই নেয়া হয়নি। আমরা চাই অতিদ্রুত ভবনের সংস্কার কাজ এবং বিদ্যুতের সংযোগগুলো মেরামত করা হোক