ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

টেবিলে বই খোঁ জা র সময় শিশুর কপালে সাপের কা ম ড়

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২০, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চট্টগ্রামের আনোয়ারায় পড়ার টেবিলে বই খোঁজার সময় সাপের কামড়ে মুনতা মনসুর মাহি নামে এক শিশু শিক্ষার্থী মারা গেছে। শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার পরৈকোড়া গ্রামের ভিংরোল গ্রামের ছত্তরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

মুনতা মনসুর মাহি ভিংরোল গ্রামের মনসুর উদ্দিনের মেয়ে। সে ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

নিহতের শিশুর চাচা নাইম উদ্দিন বলেন, আমার ভাতিজি ফজরের নামাজের পর কোরআন পড়েছে। পরে স্কুলের পড়ার জন্য ঘরে নিজের রুমের টেবিলে বই খুঁজছিল। এ সময় সাপটি তার কপালে ছোবল মারে৷ আমরা জানতে পেরে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সকালে মাহিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।