ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জুলাই শ*হী*দ দিবস পালন করেছে বিআরটিএ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২০, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আজ ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন, র‍্যালী ও পথসভা কর্মসূচি পালন করেছে বরিশাল বিআরটিএ।

বুধবার সকাল ১২ টায় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচার প্রচারণা করেছে সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ, মোটরযান পরিদর্শকসহ অন্যান্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর পল্লব কুমার রায়, সার্জেন্ট মোঃ বাচ্চু মিয়াসহ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা।

পথসভা ও র‍্যালীর শুরুতেই জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন র‍্যালী ও পথসভায় উপস্থিত অতিথিরা।

এ বিষয় সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ বলেন, জুলাই আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণের সরকারি নির্দেশনা অনুযায়ী শহীদ দিবস পালন করেছি। এছাড়াও দিনটি উদযাপন উপলক্ষে চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার প্রচারণা করেছি।