ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা উপদেষ্টার পদ*ত্যা*গ দা*বিতে এবার চট্টগ্রামে সড়ক অব*রো*ধ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২২, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে থেকে নগরীর ষোলশহর এলাকায় শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। বিকেল ৪টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিলেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে আন্দোলনরত শিক্ষার্থী রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঢাকায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের মানসিক অবস্থার তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসি করা হয়েছে। রাত ৩টায় এইচএসসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি পেয়েছি। এজন্য আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।’

সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় যানজট নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।